ইন দ্য বেলী অফ দ্য বীস্ট, গান্ধীজ কিলার্স ইন্ডিয়াজ রুলার্স এসব ইংরিজি বই আর তাদের বাংলা অনুবাদ দানবের পেটে দু দশকে অনেক ব্যক্তিগত স্মৃতির কথা লিখেছি আরএসএস ও তথাকথিত সঙ্ঘ পরিবার সম্পর্কে। কিন্তু অনেক কথাই লেখা হয়নি। হয়তো অনেক কথা লেখা যায়ও না, কারণ তা এতোই গোপন ও ব্যক্তিগত। কিন্তু আজ এই দানবের ভারতব্যাপী ও বিশ্বব্যাপী নতুন উত্থানে মনে হচ্ছে, কিছু কিছু কথা স্মৃতির ঝাঁপি খুলে বের করে দেখা এবারে দরকার। যারা সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদ, ধর্মান্ধতা, ঘৃণা ও হিংসার রাজনীতি নিয়ে কাজ করছেন ঘরে ও বাইরে, তাঁদের হয়তো কাজে লাগতেও পারে।
by পার্থ বন্দ্যোপাধ্যায় | 01 January, 1970 | 202 | Tags : RSS Hindutwa Workshop